English Version

অবিস্বাস্য হলেও সত্য: নওগাঁয় একটি গাভীর ৪ বাছুর ছানা প্রসব

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

জি, এম মিঠন, নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলার পশ্চিম রুপনারায়ণপুর (নিকেশ্বর) গ্রামের কৃষক রফিকুল ইসলামের একটি গাভীর ৪টি বাচ্চা বাছুর ছানা প্রসব করেছে। (৫ জানুয়ারী) রবিবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকার শত শত কৌতুহলী মানুষ ওই ভাগ্যমান কৃষকের বাড়ীতে ভিড় জমায় গাভীসহ বাছুর ছানাগুলোকে এক নজর দেখার জন্য। বর্তমানে বাচ্চারা সুস্থ্য থাকলেও গাভিটি দাঁড়াতে পারছে না।

ওই গাভির মালিক কৃষক রফিকুল ইসলাম বলেন, সিন্ধি ক্রস জাতের গাভী গত শনিবার রাত ৩ টার দিকে এক সাথে ৪টি বাচ্চা প্রসব করেন। এরমধ্যে ৩টি ষাড় বাছুর এবং একটি বকনা বাছুর প্রসব করেন। বর্তমানে ৪টি বাচ্চা সুস্থ্য থাকলে গাভীটি দাঁড়াতে পারছে না। গাভীটি গত বছরও এক সাথে দুটি বাচ্চা প্রসব করেছিল। ধামইরহাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমরান আলী এবং ভেটোনারী সার্জন রিনা রাণী ঘটনাস্থলে গিয়ে গাভী ও বাচ্চাগুলোকে শারীরিক পরীক্ষা করেছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমরান আলী জানান, সংবাদ পেয়ে রবিবার সকালে গাভী ও  বাচ্চাগুলো দেখে শারিরীক পরীক্ষা করা হয়েছে। বাচ্চাগুলো সুস্থ্য থাকলেও গাভীটি এক সাথে চারটি বাচ্চা প্রসব করায় দুর্বল হওয়ার কারণে দাঁড়াতে পারছে না। তবে ওই কৃষককে এ ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। বিডিটুডেস/এএনবি/ ০৫ জানুয়ারি, ২০২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

four − two =