কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ): নওগাঁর আত্রাই উপজেলার হিঙ্গলকান্দি বাজারের আবু সাঈদ চৌধুরীর মুদির দোকানে বুধবার দিবাগত রাত ১২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকানের প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। প্রায় দেড় ঘন্টা ধরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার রাত ১২টার দিকে হঠাৎ করে এলাকাবাসী আবু সাঈদের মুদির দোকানে আগুনের শিখা দেখতে পায়। সঙ্গে সঙ্গে আত্রাই উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
এতে প্রায় দেড় ঘন্টা ধরে চেষ্টার চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই সময়ের মধ্যে আগুনে পুড়ে য়ায় আবু সাঈদের মুদির দোকানের চাউল, কিটনাশক ঔষধ, সার, ডিজেল তেল ও এলপিজি গ্যাস সিলেন্ডার ও আসবাবপত্র।
এ ব্যাপারে আত্রাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলেও জানান তিনি। বিডিটুডেস/এএনবি/ ২৮ জানুয়ারি, ২০২১