আব্দুল্লাহ আল মামুন, স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের ভূমি অফিসের উদ্যোগে কৃষি জমিতে পুকুর খনন বন্ধ করা হয়েছে। বধুবার বিকালে উপজেলার কৃষ্ণপুর গ্রামের নজরুর ইসলাম চন্ডিপুর মৌজায় ৯০ শতাং জমিতে ভূমি আইন না মেনেই পুকুর খনন করছিলো। এ সময় ইউনিয়ন ভূমি অফিস তা জানতে পারলে চন্ডিপুর বাজারের পাশে ওই জমিতে পুকুর খনন বন্ধ করে দেয়।
এ সময় গান্না ইউনিয়ন ভূমি অফিসের সহকারি কর্মকর্তা অচিন্ত কুমার জানান, কিছু অসাধু মাটি ব্যবসায়ী কৃষি ও ভূমি আইনের তোয়াক্কা না করেই অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রয় করছে। আমরা স্থানীয়ভাবে জানতে পারি স্থানীয় একটি শক্তিশালি মহল কৃষি জমিতে পুকুর খনন করছে এবং ওই জমির মাটি বিক্রয় করছে।
খবর শুনার সাথে সাথে আমরা এখানে এসে পুকুর খনন বন্ধ করে দিয়েছি। এর পরে আর যদি কোনো কৃষক কৃষি জমিতে পুকুর খনন করে তাহলে অবশ্যই তাকে কৃষি ও ভূমি আইন মেনেই পুকুর খনন করতে হবে। বিডিটুডেস/এএনবি/ ২১ জানুয়ারি, ২০২১