জুয়েল হিমু, টাঙ্গাইল: র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে কালিহাতীতে দৈনিক যুগান্তরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে যুগান্তর কালিহাতী প্রতিনিধি তারেক আহমেদের উদ্যোগে কালিহাতী প্রেসক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আনছার আলী বিকম। বিশেষ অথিতি ছিলেন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মালেক ভূইয়া।
কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দাশ পবিত্রর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, ঢাকা প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি ইমরুল হাসান বাবু ও আমার সংবাদের জেলা প্রতিনিধি রাইসুল ইসলাম লিটন, ভোরের পাতার আব্দুস সাত্তার,
আনন্দ টিভি টাঙ্গাইল উত্তর প্রতিনিধি মেহেদী হাসান মৃদুল চৌধুরী, দৈনিক আলোকিত সকালের কালিহাতী প্রতিনিধি সোহেল রানা, বিডিটুডেস টাঙ্গাইল প্রতিনিধি সাংবাদিক জুয়েল হিমু সাংবাদিক মনির হোসেন, আনিসুর রহমান শেলী, ফরিদ, লতিফ তালুকদার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বিডিটুডেস/এএনবি/ ০২ ফেব্রুয়ারি, ২০২১