English Version

কিউয়িদের পক্ষে আন্ডারডগ হওয়াটাই ভাল – ফ্র‌্যাঙ্কলিন

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

বিডিটুডেস ডেস্ক: শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে নিউজিল্যান্ড। প্রস্তুতি ম্যাচে ভারতকে হারিয়ে কিউয়িদের আত্মবিশ্বাস তুঙ্গে। তাও কেউ নিউজিল্যান্ডকে ফেবারিট বাছেনি!‌ ভাগ্যিস বাছেনি। সেটাই শাপে বর হয়েছে, মনে করেন নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার জেমস ফ্র‌্যাঙ্কলিন। বলেছেন, ‘‌নিউজিল্যান্ডকে নিয়ে কেউ কথা বলছে না। আমরা তো চিরকালই আন্ডারডগ। আমি তো বলব, আন্ডারডগ হওয়াটাই নিউজিল্যান্ডের পক্ষে ভাল।’‌

তা হলে কি বিশ্বকাপে কোনও সম্ভাবনা নেই কিউয়িদের?‌ ফ্র‌্যাঙ্কলিন বলেছেন, ‘‌সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড একদিনের ক্রিকেটে দাপট দেখাচ্ছে। তবে আমরা যথেষ্টই ধারাবাহিক। এই ধারাবাহিকতা সামনের কয়েক সপ্তাহ ধরে রাখতে পারলে, নিউজিল্যান্ড বিশ্বকাপ জিততেই পারে।’‌ অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে কী বলবেন?‌

হেলথ টিপস পেতে সাবস্ক্রাইব করুন

ফ্র‌্যাঙ্কলিনের মতে, ‘‌কেন উইলিয়ামসন খুবই চুপচাপ। তবে কী করতে হবে তা ও ভাল জানে। নেতৃত্ব আর নিজের ব্যাটিং দুটো বিষয়েই সচেতন। ক্যাপ্টেন হিসেবে দক্ষ। বোলারদের কীভাবে ব্যবহার করবে, সেই ধারনাটা ওর মধ্যে স্পষ্ট। নিউজিল্যান্ড ক্রিকেটকে কোথায় নিয়ে যেতে চায়, সেটাও ভালই জানে।’‌ ‌ বিডিটুডেস/আরএ/৩০ মে, ২০১৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

12 + 11 =