এম. পলাশ শরীফ, বাগেরহাট: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল-এর আশু সুস্থতা কামনা করে মোড়েলগঞ্জে যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমাবাদ কেন্দ্রীয় মসজিদে এ দোয়া অনুষ্ঠান আয়োজন করেন উপজেলা ও পৌর যুবলীগ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগের আহবায়ক মোজাম্মেল হক মোজাম, যুগ্ম আহ্বায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপু,
যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, আওয়ামী লীগ নেতা মাহফিজুর রহমান হিরু, যুবলীগ নেতা মো. বাদল শেখ, ছাত্রলীগ নেতা মহিদুজ্জামান মহিদসহ বিভিন্ন নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মো. মতিউর রহমান। দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।
অপরদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য মোড়েলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন এর শুভ জন্মদিন উপলক্ষে এক দোয়া অনুষ্ঠিত হয়। বিডিটুডেস/এএনবি/ ২৩ জানুয়ারি, ২০২১