আব্দুল আলীম, চৌগাছা (যশোর): যশোরের চৌগাছায় ২ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ একটি মটর সাইকেল জব্দ করেছে পুলিশ। এসময় মটরসাইকেলের চালকসহ দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। মঙ্গলবার দুপুরে শহরের মৃধাপাড়া মহিলা কলেজের সামনের (চৌগাছা-মহেশপুর সড়ক) রাস্তা থেকে এই গাঁজা ও মটরসাইকেল জব্দ করে পুলিশ।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান শাহীনের নেতৃত্বে পুলিশ শহরের মহিলা কলেজের পাশের রাস্তায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মোটরসাইকেলযোগে দুইজন মাদক ব্যবসায়ী চৌগাছার দিকে আসার পথে পুলিশ মোটরসাইকেলটি থামার সংকেত দেয়।
সেসময় মোটরসাইকেল আরোহী দুই মাদক ব্যবসায়ী তাদের সাথে থাকা একটি ব্যাগ ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে স্কচটেপে মোড়ানো তিনটি বান্ডিলে সর্বমোট ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।
তিনি আরো জানান মাদক ব্যবসায়ীদ্বয়কে সনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। ওসি রিফাত খান বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিডিটুডেস/এএনবি/ ২২ সেপ্টেম্বর, ২০২০