English Version

চৌগাছা বাজারে এক রাতে দু’দোকানে চুরি

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

আব্দুল আলীম, চৌগাছা (যশোর): যশোরের চৌগাছা বাজারে এক রাতে দু’দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। বুধবার দিবাগত রাতে ব্যবসা প্রতিষ্ঠান দু’টির সাটার ভেঙ্গে নগদ টাকাসহ প্রায় এক লাখ টাকার মালামাল নিয়ে গেছে। উপজেলা পরিষদের সামনের সড়কে অবস্থিত দোকানে এমন চুরি বাজারের সকল ব্যবসায়ীকে ভাবিয়ে তুলেছে।

জানা গেছে, বুধবার দিবাগত রাতে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের উপজেলা পরিষদের সামনে মিলন মিউজিক ও আনিছুর ট্রেডার্সে দুঃসাহসিক চুরি হয়েছে। সংঘবদ্ধ চোর চক্র দোকান দু’টির সাটার ভেঙ্গে দোকানে ঢুকে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়।

মিলন মিউজিকের মালিক মিলন হোসেন জানান, চোরেরা তার দোকানে ঢুকে প্রথমে সিসি ক্যামেরার মুখ উপরের দিকে করে ফেলে। এরপর ক্যাশ ভেঙ্গে নগদ ৬ হাজার টাকাসহ মোবাইল ফোন সেট, সিম কার্ড, মেমোরী কার্ড ও মোবাইল কার্ড, সব মিলে ৬০ থেকে ৭০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।

মুদি ব্যবসায়ী আনিছুর রহমান জানান, তার দোকানের সাটার ভেঙ্গে ২০ থেকে ২৫ হাজার টাকার বিভিন্ন ব্রান্ডের সিগারেট নিয়ে গেছে। চুরি হওয়া দু’টি দোকানই পাশাপাশি অবস্থান। মেইন সড়ক সংলগ্ন ও উপজেলা পরিষদের সামনে থেকে এমন দুঃসাহসিক চুরি বাজারের সকল ব্যবসায়ীকে ভাবিয়ে তুলেছে। এ ঘটনায় ভুক্তভোগী দু’ব্যবসায়ীরা সংশ্লিষ্ঠ থানায় চুরির বিষয় নিয়ে অভিযোগ করবেন বলে জানিয়েছেন। বিডিটুডেস/এএনবি/ ০৯ জুলাই, ২০২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

3 × one =