English Version

ঝিনাইদহে শুরু হয়েছে ৭ দিন ব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা (ভিডিওসহ)

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

মো: জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহে শুরু হয়েছে ৭ দিন ব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা। রোববার বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই। এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে পুরতান ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। জেলা প্রশাসন ও এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে আজ থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৫০টি স্টল দেয়া হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং ক্রেতা-বিক্রেতাদের সংযোগ স্থাপনের লক্ষ্যে মেলায় পণ্য প্রদর্শন করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা। বিডিটুডেস/এএনবি/ ১২ জানুয়ারি, ২০২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

nineteen − 8 =