তারিকুল ইসলাম চৌধুরী, দিনাজপুর: দিনাজপুরে দুই ইউএনও’র বদলী আদেশ বাতিল করা হয়েছে। আকস্মিকভাবে বিরামপুরের ইউএনও পরিমল কুমার সরকার’কে খানসামায় এবং খানসামা’র ইউএনও আহমেদ মাহবুব উল ইসলাম’কে বিরামপুরে বদলী করা হয়েছিল।
করোনাকালিন প্রাকৃতিক দুযোর্গে আত্মমানবতার সেবায় অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে প্রাণপণে ভূমিকা ও সাফল্যজনক অবদান রেখেছেন এবং সৎ নিষ্ঠাবান কর্মদক্ষ ও চৌকস কর্মকর্তা হিসেবে স্ব স্ব উপজেলায় বেশ খ্যাতিও অর্জন করেছেন।
সংশ্লিষ্ট দুই উপজেলার সর্বস্তরের সমাজ সচেতন গণমানুষ তাঁদের প্রতি খুবই আন্তরিক ও যথেষ্ঠ সহানুভুতিশীল। এ বদলীর আদেশ বাতিল হওয়ায় উভয় এলাকাতেই বেশ উচ্ছাস ও প্রচণ্ড স্বস্তি প্রকাশের সংবাদও পাওয়া গেছে। বিডিটুডেস/এএনবি/ ১২ সেপ্টেম্বর, ২০২০