English Version

দেশের টপ হিরোইন হবেন মিম

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

বিডিটুডেস ডেস্ক: দেশের টপ হিরোইনদের একজন বিদ্যা সিনহা মিম। এবার এই চরিত্র নিয়েই পর্দায় হাজির হচ্ছেন তিনি। প্রথমবারের মতো ওয়েব ফিল্মে এমনই এক চরিত্রে দেখা যাবে তাকে। ‘হোয়াট দ্য ফ্রাই’ শিরোনামের এই ফিল্মটি নির্মাণ করবেন অনম বিশ্বাস।

মিম বলেন, ‘ওয়েব ফিল্মের গল্পটি দারুণ। এতে আমি অভিনয় করবো দেশের একজন টপ হিরোইন চরিত্রে। এর জন্য এখন প্রস্তুতি নিচ্ছি। ফিল্মের একজন নায়িকার নানা বিষয় দর্শকদের সামনে উঠে আসবে।’

নির্মাতা অনম বিশ্বাস বলেন, ‘একজন অভিনেত্রী যিনি এখনকার সময়ের সুপারস্টার লেভেলের। তার সঙ্গে ঘটনাক্রমে একজন সাধারণ মানুষের দেখা হবে। এরপর তাদের মধ্যে কিছু ঘটনা ঘটতে থাকবে। বর্তমানে সোশ্যাল মিডিয়া লাইফের একটা প্রতিচ্ছবিও গল্পে দেখানো হবে। এভাবে দুজনের মধ্যে একটা সম্পর্কে জড়ানোর ঘটনা থাকবে।’

তিনি আরও জানান, গতকাল থেকে এর শুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে বিশেষ কারণে এর শুটিং পেছানো হয়েছে। আগামী ১৭ নভেম্বর থেকে এর কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘হোয়াট দ্য ফ্রাই’ ওয়েব ফিল্মে মিমের বিপরীতে দেখা যাবে তাহসানকে। সূত্র: আমাদের সময়, বিডিটুডেস/এএনবি/ ১২ নভেম্বর, ২০২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

16 + 6 =