English Version

নওগাঁর ঐতিহ্যবাহী ১০৮ কক্ষের মাটির বাড়ি পরিদর্শনে বিভাগীয় কমিশনারের সহ ধর্মীনি

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

জি এম মিঠন, নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ১০৮ কক্ষ বিশিষ্ট মাটির দোতালা ঘর (বাড়ি) পরিদর্শন করলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ হুমায়ুন কবীর খোন্দকারের সহ-ধর্মিনী মিসেস নাসরিন খোন্দকার ও তার ছেলে সামি। তিনি বুধবার বিকালে বাড়িটি পরিদর্শন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদ, জেলা প্রশাসক মহোদয় সাহেব এর সহ-ধর্মিনী মিসেস তাহমিনা শারমিন দীনা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়ের সহ-ধর্মিনী মিসেস জ্যোতির্ময়ী বর্মণ, মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান মিলন, তাঁর সহ-ধর্মিনী মিসেস জেইন ইফফাত লগ্ন, নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারাহ তাকমিলা, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র প্রমুখ।

পরিদর্শনকালে ঐতিহ্যবাহী বাড়ীর বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন, বাড়ীর লোকজনের সাথে একান্তে কথা বলেন, বাড়ীটি নির্মাণের ইতিহাস সম্পর্কে শোনেন এবং বেশ কিছু সময় সেখানে কাটান।

অতিথিরা মহাদেবপুর পৌঁছলে মহাদেবপুর ইউএনও তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে দুপুরে বিভাগীয় কমিশনার নওগাঁ সদর উপজেলা ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন করেন। বিডিটুডেস/এএনবি/ ২৯ অক্টোবর, ২০২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

11 + 6 =