জি এম মিঠন, নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার উত্তর চকবেনী গ্রামে আদিবাসীদের রোপনকৃত ৮ বিঘা রোপা আমন ধানে বিষ প্রয়োগে ফসল বিনষ্টকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি সহ জেলার সকল আদিবাসীর নিরাপত্তার দাবীতে মানববন্ধন কর্মসূচী ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে জেলা জাতীয় আদিবাসী পরিষদ।
মঙ্গলবার সকালে নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন চলাকালে জেলা জাতীয় আদিবাসী পরিষদের আহবায়ক নরেন চন্দ্র পাহানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাধারন সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, কোষাদক্ষ্য সুধীর তির্কী, আদিবাসী পরিষদের উপদেষ্টা জয়নুল আবেদীন মুকুল ও শহীদ হাসান সিদ্দিকী স্বপন সহ আদিবাসী নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে আদিবাসীদের রোপনকৃত ৮ বিঘা রোপা আমন ধানে বিষ প্রয়োগে ফসল বিনষ্টকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি সহ জেলার সকল আদিবাসীর নিরাপত্তার দাবী জানান। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। বিডিটুডেস/এএনবি/ ২২ সেপ্টেম্বর, ২০২০