জি. এম মিঠন, নওগাঁ: নওগাঁ জেলা সদর উপজেলার বলিহার ইউনিয়ন এর কুড়মইল মৌজা সহ পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৌজার মোট ১৪ বিঘা আবাদি (ইরিবোরো) ধান চাষের জমি চুক্তিভিত্তিক নিয়ে নওগাঁ সদর উপজেলার বলিহার ইউপির ননিহার গ্রামের মৃত বিনয় এর ছেলে বিশ্বজিৎ সরকার (৪২) নামে এক ব্যক্তি দুটি ভিকু মেশিন দিয়ে ঐ ১৪ বিঘা জমিতে পুকুর খনন শুরু করেন।
স্থানিয় ননিহার গ্রামের নিপেন্দ্রনাথ সরকারের স্ত্রী শ্রীমতি মিনতীরানী সহ আরো কয়েকজন জানান, বাবা পুকুর খননকারী ব্যক্তি এলাকার প্রভাবশালী।
তারপর গ্রামের কৃষকরা বাঁধা দেওয়ার কারণে তিনি দিনের বেলা খনন কাজ বন্ধ রাখলেও প্রতি রাতে খনন কাজ চালিয়ে যাচ্ছেন জানিয়ে আরো বলেন, আমরা প্রকাশ্যে প্রতিবাদ করতেও পারছিনা যদি প্রশাসন পুকুর খনন বন্ধ করেন তাহলে আমাদের সহ এ মাঠের ৩ থেকে ৪ শত বিঘা আবাদী জমি রক্ষা পাবেন।
আর পুকুর খনন করাহলে ঐ স্থানের উপরে থাকা ৩/৪ শত বিঘা বোরোধান চাষের সব জমি পানিতে তলিয়ে যাবে জানিয়ে এপুকুর খনন বন্ধের জন্য জরুরীভাবে প্রশাসনের আশু দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী সহ সচেতন মহল। বিডিটুডেস/এএনবি/ ২৬ নভেম্বর, ২০২০