জি এম মিঠন, নওগাঁ: নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে এক অভিযান চালিয়ে একটি মোটর সাইকেল ও ৬০ বোকল ভারতীয় মাদক ফেন্সিডিল সহ একজনকে আটক করেছেন।
সত্যতা নিশ্চিত করে গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি কে এম শাসসুদ্দীন জানান, নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয় সাহেব এর সার্বিক দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব কেএম শামসুদ্দিন এর নেতৃত্বে এস আই মোঃ সোহেল রানা, এ এস আই/মোঃ ফেরদৌস আলী এ এস আই/মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স সহ বৃহস্পতিবার রাতে জেলার বদলগাছী উপজেলার চাকরাইল এলাকায় অভিযান চালায়।
ঘটনাস্থল থেকে হাতেনাতে একটি ডিসকভারী ১০০ সিসি মটরসাইকেলে ও বাজার করা ব্যাগের ভিতর রাখা ৬০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরি মাদক ফেন্সিডিল সহ একজনকে হাতেনাতে আটক করা হয়। রাতে তথ্য সংগ্রহকালে আটককৃত মাদক কারবারীর নাম ও ঠিকানা নিশ্চিত হওয়ার পাশাপাশি এ ব্যাপারে বদলগাছী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি। বিডিটুডেস/এএনবি/ ১২ সেপ্টেম্বর, ২০২০