আ: খালেকমন্ডল, গাইবান্ধা: গতকাল ১ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ থানার এসআই আনোয়ারুল, আমিনুল, এএসআই আসাদুলদের সমন্বয়ে গঠিত ১টি টিম নিয়মিত চেকিং এর সময় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাঁটামোড় নামক স্থানে দিনাজপুর হতে ঢাকাগামী এসআর পরিবহনের বাসে চালান।
অভিযান চালিয়ে বাসযাত্রী আসামী হাফিজুর (৫০) পিতা-মৃত কাজেম খন্দকার সাং বেড়া মালিয়া থানা নবাবগঞ্জ জেলা দিনাজপুর এর শরীর তল্লাশি করে বডি ফিটিং অবস্থায় ২০ বোতল ফেন্সিডিল সহ আসামী হাফিজুরকে আটক করে।
একই টিম রাত অনুমান ০১.০৫ ঘটিকার সময় শ্যামলী পরিবহনের বাসে অভিযান চালিয়ে বাসযাত্রী আসামী ১। শাকিল সরকার (২৮) পিতা তৈমুর সরকার সাং উষাহার ও আসামি ২। রিপন হোসেন (১৯) পিতা জাহাঙ্গীর হোসেন সাং রুদ্ররানী উভয় থানা ফুলবাড়ী জেলা দিনাজপুর দ্বয়ের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে দুই জনের দুটি ব্যাগ হতে ৮০ বোতল ফেন্সিডিল সহ আসামীদ্বয় কে আটক করে।
উদ্ধার কৃর্ত মোট ১’শ বোতল ফেন্সিডিলের মূল্য আনুমানিক ৭০/- হাজার টাকা। আসামীদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা রুজু হয়েছে। বিডিটুডেস/এএনবি/ ০২ ডিসেম্বর, ২০২০