মো: মিজানুর রহমান, পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠিতে “নো মাস্ক, নো মুভমেন্ট” এ শ্লোগান নিয়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাধারণ মানুষদের সচেতন করতে মাঠে নেমেছে নেছারাবাদ থানা পুলিশ প্রশাসন।
এ উপলক্ষে বুধবার পুলিশ প্রশাসনের উদ্যোগে থানা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। এ সময় সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরার বিষয়ে সচেতনতা, স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক ছাড়া চলাফেরা না করতে মাইকিং করা হয় এবং মাস্ক না পরে ঘোরাফেরা করা পথচারীদের মাস্ক পরিয়ে দেয়া হয়।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্য (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, কোভিড ১৯ সংক্রমন প্রতিরোধে জনগণকে সচেতন করতে এ কার্যক্রম চালানো হচ্ছে, এবং ভবিষ্যতে অব্যাহত থাকবে। বিডিটুডেস/এএনবি/ ০২ ডিসেম্বর, ২০২০