বিডিটুডেস ডেস্ক: নৌকায় আগুন লেগে ২৫ জনের মৃত্যু হল। অগ্নিদগ্ধ হয়ে মারা গেল চালক–সহ ২৫ জন। আমেরিকার ক্যালিফোর্নিয়ার দক্ষিণ প্রান্তের দ্বীপপুঞ্জে এই ঘটনা ঘটেছে। যা ঘিরে হাহাকার সৃষ্টি হয়েছে। সোমবার রাতের এই ঘটনার পর দেহগুলি উদ্ধারের কাজ চলছে বলে খবর। সান্তা বারবারা শেরিফ অফিস সূত্রে খবর, এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর মিলেছে।
কারণ নৌকার ৭৫ শতাংশ আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। সান্তা ক্রুজ দ্বীপের দিকে যাওয়ার সময়ই এই ঘটনা ঘটে। শনিবার সকালে নৌকায় করে সফর করার জন্য ৩৯ জন মানুষ ওঠেন। সেখানে পাঁচজন নৌকার সদস্যও ছিলেন।
হেলথ টিপস পেতে সাবস্ক্রাইব করুন
রাতের দিকে নৌকার নিচের অংশে যখন অনেকে ঘুমোচ্ছিলেন তখনই আগুন লেগে যায়। তাই সবাইকে বাঁচানো যায়নি। উপকূলরক্ষী বাহিনীর ক্যাপ্টেন মণিকা রোচেস্টার বলেন, ‘অত্যন্ত ট্র্যাজিক ঘটনা ঘটেছে। কারণ এখানে একটা অনুষ্ঠান ছিল। তার জন্যই এই প্রস্তুতি নেওয়া হয়েছিল। মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল।’ জলে ভেসে যাওয়া দেহগুলি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। আগুন লাগার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। বিডিটুডেস/আরএ/০৩ সেপ্টেম্বর, ২০১৯