English Version

ন্যাপকিনের আমদানি করা উপকরণের ওপর ভ্যাট বন্ধ

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

বিডিটুডেস ডেস্ক: নারীর প্রজনন স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে দেশীয় স্যানিটারি ন্যাপকিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের আমদানি করা উপকরণের ওপর প্রযোজ্য ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। এতে দেশে উৎপাদিত স্যানিটারি ন্যাপকিনের দাম কমবে এবং স্বল্পমূল্যে নারীরা এটি ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর। এনবিআর জানায়, ২০১৯-২০ অর্থবছরের বাজেটে স্যানিটারি ন্যাপকিনের ওপর মূল্য সংযোজন কর আরোপের ফলে এর মূল্য বৃদ্ধি পেয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার চলছে।

হেলথ টিপস পেতে সাবস্ক্রাইব করুন

এ বিষয়ে ‘দি সিক্সথ সেন্স’ নামক একটি প্রতিষ্ঠান গত ২৮ জুন জাতীয় যাদুঘরের সামনে মানববন্ধন করে। এছাড়া কিছু অনলাইন মাধ্যমে স্যানিটারি ন্যাপকিনের উপর ৪০ শতাংশ মূসক আরোপ করা হয়েছে বলেও সংবাদ প্রচারিত হচ্ছে। এগুলো মিথ্যা ও বিভ্রান্তি সৃষ্টিকারি প্রচারণা। সংস্থাটি দাবি করছে,স্যানিটারি ন্যাপকিন বা সমজাতীয় কোনো পণ্যের ওপর ভ্যাট আরোপ করা তো দূরের কথা বরং স্যানিটারি ন্যাপকিন উপকরণের ওপর আমদানি পর্যায়ে ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। এরপরও কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে অপপ্রচার চালাচ্ছেন যা কোনভাবেই কাম্য নয়। বিডিটুডেস/আরএ/০৩ জুলাই, ২০১৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

20 − eight =