নাজমুস সাকিব মুন, পঞ্চগড়: পঞ্চগড়ে প্রথম ধাপে করোনার প্রতিষেধক হিসেবে ২৪০০ ভায়াল ভ্যাকসিন এসে পৌঁছেছে। রবিবার সকাল সাড়ে ৭ টায় বেক্সিমকো ফার্মার একটি বিশেষায়িত ফ্রিজার ভ্যানে এই ভ্যাকসিন এসে পৌঁছায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে।
করোনার টিকা রাখার স্থানসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। ১৮টি ক্যাটাগরির মধ্যে প্রথম পর্যায়ে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের এই টিকা দেয়া হবে। তবে নির্দিষ্ট ১৮ ক্যাটাগরির বাইরে ৫৫ বছরের ঊর্ধ্বের নাগরিকগণ ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।
পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান ভ্যাকসিন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্যাকসিনের প্রতিটি ভায়াল থেকে ৯ জন ব্যক্তিকে টিকা দেয়া যাবে। সে হিসেবে পুরো জেলার ২১৬০০ জনকে টিকার আওতায় আনা যাবে। ফেব্রুয়ারীর ৭ তারিখ থেকে টিকা প্রদান কার্যক্রম শুরু হবে বলে জানান সিভিল সার্জন। বিডিটুডেস/এএনবি/ ৩১ জানুয়ারি, ২০২১