তুমি আসবে বলে কৃষ্ণচূড়া ফুটেছিল
তুমি আসবে বলে হাজারো প্রতিক্ষায়
দাঁড়িয়ে আছি সেই জানালায়।
সব যায় আগের মত শুধু যায় না তোমায় দেখা।
তবে কি আর এসো না ফিরে এই পথে?
ভোরের পাখিরা কি ডাকে না তোমায়?
নাকি নদীর সেই কল্লোলিত ঢেউ
দোলায় না তোমার হৃদয়?
মনে কি আর পরে না
সেই রেশমি চুল আর চোখ জোড়ার কথা?
আজ কেন তুমি নিশ্চুপ
তবে কি সেগুলো কেবল
আবেগ মাখা কথা ছিল?
তুমি যে বলেছিলে আসবে
এক নীল মেঘ উড়া আকাশ নিয়ে।
দেখ চাহিয়া চোখ মেলে
আমি আজও আছি তোমার
প্রিয় লাল পাড় আর কালো শাড়ি পরণে হাতে
এক গুচ্ছ শরৎ এর কাশফুল নিয়ে দাঁড়িয়ে।
তুমি আসবে বলে এক পড়ন্ত
বিকেলের অপেক্ষায় সেই
আমি আজও আছি দাঁড়িয়ে।।
মুসলিমা সরকার মিতু, মনমথপুর আইডিয়াল ডিগ্রী কলেজ, বি এস এস, চিরিরবন্দর, দিনাজপুর। বিডিটুডেস/এএনবি/ ২৪ সেপ্টেম্বর, ২০২০