আ: খালেক মন্ডল, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে নকল সার-বীজ বিক্রি ও মজুদ রাখার অপরাধে রুবেল মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১১ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সার ব্যবসায়ী রুবেলের আনোয়ার ট্রেডার্স ব্যবসা প্রতিষ্ঠান ও তার গুদাম ঘরে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান নয়ন।
অভিযানে মজুদকৃত বিভিন্ন কোম্পানীর মোড়কে নকল সার-বীজ ও কীটনাশক দ্রব্যাদিসহ ব্যবসায়ী রুবেলকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার বাস্তবায়ন আইন-২০০৬ অনুযায়ী ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
পরে জব্দকৃত কিছু মালামাল পুড়ে ফেলা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। বিডিটুডেস/এএনবি/ ১৩ জানুয়ারি, ২০২১