English Version

প্রেমের ব্যাপারে যা বললেন আমির কন্যা ইরা

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

বিডিটুডেস ডেস্ক: ইরা মিশাল। বলিউড তারকা আমির খানের মেয়ে। তার সঙ্গে নাকি এ ছেলের সম্পর্ক রয়েছে। এমন গুঞ্জন অনেক আগেই ছিল। তবে এবার সেই গুঞ্জনের সত্যতা মিললো। বিষয়টি নিজেই স্বীকার করেছেন আমির কন্যা ইরা।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরা বলেন, ‘আমি তো এ কথা সকলকে জানাতে চাইছিলাম। আমি সোশ্যাল মিডিয়ায় সেটাই পোস্ট করি, যেটা আমি অনুভব করি। তবে আসলে সবকিছু নির্ভর করে কে কেমন মানুষ, তার উপর। আমি লুকোছাপা করতে পছন্দ করি না। আমি সোশ্যাল মিডিয়ায় সেভাবেই তুলে ধরি।’

স্বাস্থ্যের খবর জানুন

মাঝে মধ্যে ইরাকে মিশাল কৃপালানির সঙ্গে ছবি ও ভিডিও শেয়ার করতে দেখা যায়। এমনকি দুজনে একসঙ্গে ছুটিও কাটাতে যান। সম্প্রতি সম্পর্কের দুবছর হওয়ার পর ইরা ও মিশাল তাদের সম্পর্ক সেলিব্রেটও করেছিলেন।

প্রসঙ্গত, এই মুহূর্তে আমির কন্যা নিউইয়র্কে পড়াশোনা করছেন। আর মিশাল হলেন একজন সঙ্গীত পরিচালক ও শিল্পী। তবে মেয়ে ও তার প্রেমিকের বিষয়ে আমির অবশ্য মুখ খোলেননি। খবর: জিনিউজ, বিডিটুডেস/এএনবি/ ১৮ জানুয়ারি, ২০২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

17 − 12 =