মাসুদ উল হাসান, জামালপুর: “মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এই স্লোগানকে সামনে রেখে পুলিশি সেবা মানুষের দোড় গোড়ায় পৌঁছে দিতে জামালপুরের পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) এর দিক নির্দেশনায় বৃহস্পতিবার সকালে বগারচর ইউনিয়ন পরিষদ চত্তরে ২ নং বিট এর “বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল। বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট,
বগারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি এস এম ওমর আল ফারুক ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। বিডিটুডেস/এএনবি/ ০৩ সেপ্টেম্বর, ২০২০