মাসুদ উল হাসান, জামালপুর: “খেলাধুলায় থাকলে মন, মাদকমুক্ত হবে জীবন” এই স্লোগান নিয়ে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়ায় পশ্চিমপাড়ায় স্পোর্টস অর্গানাইজ এর আয়োজনে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে শওকতের দোকান পাড় মাঠে উৎসব মুখর পরিবেশে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। সহস্রাধিক দর্শক খেলা উপভোগ করেন। ফাইনালে রংধনু বন্ধু স্পোর্টিং ক্লাব বনাম টিভিএস ব্যাডমিন্টন ক্লাব অংশ গ্রহণ করে। খেলায় টিভিএস ব্যাডমিন্টন ক্লাবকে হারিয়ে হাসান ও আবিদের রংধনু বন্ধু স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।
পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন। এর আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় স্পোর্টস অর্গানাইজের সভাপতি খায়রুল বাশার লিমন ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিলক্ষিয়া ইউপি’র প্রাক্তন চেয়ারম্যান এডভোকেট হাসিবুর রহমান (নাজার)। কাজী শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে টুর্নামেন্টর উদ্বোধন করেন উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ফজলুল হক আবু।
বিশেষ অতিথি ছিলেন নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছাইফুল ইসলাম খোকা, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মিস্টার, মুনতাজুল হক, কাজী আজাদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন, সমকাল সাংবাদিক মাসুদ উল হাসান, সাংবাদিক মোহাম্মদ আসাদ, মাহবুবুর রহমান, লাভলু সরকার প্রমূখ। বিডিটুডেস/এএনবি/ ০৯ জানুয়ারি, ২০২১