সাব্বির আহমেদ, ববি: স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট (বরিশাল জোন) এর কার্যনির্বাহী কমিটি ২০২১ এর সভাপতি নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী মো: বাকীবিল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সোহেল রানা। জোনাল প্রতিনিধি হয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম সাগর।
শুক্রবার সন্ধ্যায় বাঁধন, বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট (বরিশাল জোন) কর্তৃক আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর- ২০২০ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও কমিটিতে সহ-সভাপতি পদে সানজিদা তানজীম, তারানা জাহাঙ্গীর মীম, সহ- সাধারণ সম্পাদক পদে মোঃ শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব, সহ-সাংগঠনিক সম্পাদক সাবিত আহমেদ, কোষাধ্যক্ষ সিবাত আহমেদ, প্রচার সম্পাদক ইমরুল কায়েস, দপ্তর সম্পাদক কামরুল হাসান, তথ্য ও শিক্ষা সম্পাদক জুবাইদা জুটি এবং কার্যনির্বাহী পদে আরাফাত জাহান ইয়ানা, প্রিয়াংকা রায়, ইকবাল হোসাইন, স্মরণীয়া হালদার এবং সুজন মিয়া নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক ড. মো: খোরশেদ আলম, প্রক্টর ড. সুব্রত কুমার দাস, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবু জাফর মিয়া,
বাঁধনের উপদেষ্টা লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ইসরাত জাহান লিজা, উদ্ভিদ বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক মো: উজ্জ্বল হোসেন, বরিশাল জোনের সদস্য সচিব মো: শহিদুল ইসলাম সহ বাঁধনের শুভাকাঙ্ক্ষী, কর্মীবৃন্দ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি বন্যা ফাতেমা। বিডিটুডেস/এএনবি/ ৩০ জানুয়ারি, ২০২১