এম. পলাশ শরীফ, বাগেরহাট: বাগেরহাট ডায়াবেটিক সমিতির ২০২০-২০২৩ (ত্রি-বার্ষিক) নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকালে জেলা প্রসাশকের কার্যালয় চত্বরে ভোট গ্রহণ শুরু হয়। সকাল ৯ থেকে বিরতিহিনভাবে বিকাল ৪টা পযন্ত ভোট গ্রহণ চলে।
১ শত ২ জন ভোটারের মধ্যে ৭৮ জন ভোটার এ নির্বাচনে ভোট প্রদান করে। নির্বাচনে মোজাফ্ফর-ঝন্টু ও মাফুজ-আনসার প্যানেলে প্রতিদ্বন্দিতা করে। উৎসব মূখর পরিবেশে এবং ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
ভোট গণনা শেষে অধ্যাপক মোজ্জাফর হোসেন সভাপতি, কাজী আব্দুল মুকিত ঝন্টু সম্পাদক, ডাঃ মোশারেফ হোসেন সহ সভাপতি-১, এ্যাডভোকেট আব্দুল হাই সহ সভাপতি-২, শহিদুল করিম শহিদ যুগ্ম সম্পাদক, মো. হাবিবুর রহমান কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছে।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন প্রফেসার মোস্তাহিদুল আলম রবি, ফরিদা আক্তার বানু, মো. হাসিবুর রহমান, মো. মোয়াজ্জেম হোসেন মজনু, মো. শাহজান মিনা, এ্যাডভোকেট আমিরুজ্জামান হুসি, সাংবাদিক বাবুল সরদার, স্বপন কুমার বসু, এম মহিতুল ইসলাম। বিডিটুডেস/এএনবি/ ২৮ ডিসেম্বর, ২০২০