মহিনুল ইসলাম সুজন, নীলফামারী: বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিকল্প বিএনপি হতে পারেনা। মুক্তিযুদ্ধের বিকল্প শক্তি খালেদা জিয়া হতে পারে না। কারণ খালেদা জিয়ার বিএনপি রাজনৈতিক দল হিসেবে মেরুদণ্ডহীন। রোববার (১ই ডিসেম্বর) দুপুরে নীলফামারী শিল্পকলা অডিটরিয়ামের সুখেন্দু দস্তিদার ও মোহাম্মদ তোয়াহা মঞ্চে রংপুর বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিলীপ বড়ুয়া আরো বলেন, বিএনপি রাজনৈতিক দল হিসেবে ভালো কোনো সৃষ্টিশীল চিন্তা করতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সৃষ্টিশীল চিন্তা নিয়ে অগ্রসর হচ্ছে অন্যদিকে বিএনপি তাকে অনুসরণ করছে। এই বিএনপি দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তি হতে পারে না। সমাবেশে কেন্দ্রিয় কমিটির সদস্য সাইমুম হকের সভাপতিত্বে ১৪ দলের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, ইউনুছ সিকদার, বাবুল বিশ্বাস, মহিন উদ্দীন প্রমুখ। বিডিটুডেস/এএনবি/ ০২ ডিসেম্বর, ২০১৯