পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে,
বাঙালি জাতি অস্ত্র ধরে,
অবশেষে ১৬ই ডিসেম্বর
স্বাধীনতার দেখা অতঃপর।
যুদ্ধ করে কভু হয় নি ক্লান্ত
বিজয় ছিনিয়ে তবেই শান্ত।
বাংলা মায়ের যোদ্ধা ৩০ লক্ষ
ত্যাগ করেছে এক সাগর রক্ত।
বাঙালির প্রতিবাদে গায়েব
পশ্চিমা জিন্নাহ, ভুট্টো সাহেব।
বাংলাদেশ পাবে বিজয়ের উল্লাস
মুক্তি বাহিনীর ছিল পূর্বাভাস।
বিজয়ের ইতিহাস ভুলবার নয়
বাঙালির হৃদয়ে থাকবে অক্ষয়।
মোঃ আবদুল্লাহ আলমামুন, সমাজবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ১৫ তম ব্যাচ
বিডিটুডেস/এএনবি/ ১৬ ডিসেম্বর, ২০২০