English Version

বিরাট-রোহিতের ঝামেলা- হতাশ …..

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

বিডিটুডেস ডেস্ক: সানির মতে, যাঁরা ভারতীয় ক্রিকেটের শুভানুধ্যায়ী নন, তাঁরাই এরকম গল্প বাজারে ভাসিয়ে দেন। নিজস্ব কলামে লিখেছেন, ‘যারা এই সব গল্প ছড়ায়, তারা কখনওই ভারতীয় ক্রিকেটের শুভানুধ্যায়ী নয়। বিরাট কোহলি এবং রোহিত শর্মার মধ্যে ঝামেলার কাহিনি সম্ভবত স্কোয়াডে থাকা কোনও হতাশ ক্রিকেটারের কল্পনাপ্রসূত বলে মন্তব্য করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর। তাঁর দাবি, তিনি যখন খেলতেন, তখনও তাঁর এবং কপিল দেবের মধ্যে ঝামেলার কাহিনি সুকৌশলে রটানো হত।

সানির মতে, যাঁরা ভারতীয় ক্রিকেটের শুভানুধ্যায়ী নন, তাঁরাই এরকম গল্প বাজারে ভাসিয়ে দেন। নিজস্ব কলামে লিখেছেন, ‘যারা এই সব গল্প ছড়ায়, তারা কখনওই ভারতীয় ক্রিকেটের শুভানুধ্যায়ী নয়। বেশির ভাগ সময়েই দেখা যায়, স্কোয়াডে থাকা কোনও হতাশ ক্রিকেটার এই ধরণের গল্প রটায়। তার হিংসে টিমের ক্ষতি করে। তার পরে কোনও না কোনও প্রশাসক সেটাকে কাজে লাগিয়ে রাজনীতি করার চেষ্টা করে।’

হেলথ টিপস পেতে সাবস্ক্রাইব করুন

নিজের বক্তব্যের সমর্থনে যুক্তি হিসেবে গাভাসকর তুলে ধরেন, ১৯৮৪-৮৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে কলকাতা টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে কপিল দেবের বাদ পড়ার কথা। বলেছেন, ‘যখন একটা টেস্টের জন্য কপিল বাদ পড়েছিল, পুরো দোষটা আমার উপর চাপানো হয়েছিল। অথচ সত্যিটা হল, কপিলের বাদ পড়াটা মোটেই আমার প্রস্তাবে হয়নি। প্রয়াত হনুমন্ত সিংহ, যিনি তখন ছিলেন নির্বাচক কমিটির সদস্য, এক বছর পরে তা লিখেছিলেন।’ এর আগে বিশ্বকাপে ভারতের পারফরম্যান্সের সমালোচনা করেছিলেন গাভাসকর। বিরাট কোহলিকে কোনওরকম সভা ছাড়াই ক্যাপ্টেন নির্বাচিত করার জন্য নির্বাচক কমিটিকে বলেছিলেন, ‘লেম ডাকস।’ ইন্ডিয়া টাইমস অবলম্বনে, বিডিটুডেস/আরএ/১০ আগস্ট, ২০১৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

four × one =