
ছবি অনলাইন
বিডিটুডেস ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, উন্নয়নের নামে দুর্নীতি বেড়ে গেলেই দেশে মশার উপদ্রব দেখা দেয় বলে মন্তব্য করেছেন । শুক্রবার (০৯ আগস্ট) সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত দুই সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ, তার জীবন নিয়ে নীলনকশা করছে সরকার। রিজভী বলেন, বেগম জিয়া দুই সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ।
হেলথ টিপস পেতে সাবস্ক্রাইব করুন
তার এই অসুস্থতা দেখে এটাই মনে হয় সরকার তার জীবন নিয়ে মাস্টারপ্ল্যানে ব্যস্ত রয়েছেন। উন্নয়ন নয়, উন্নয়নের নামে দুর্নীতির বিপুল পরিমাণ টাকা পকেটে ঢুকলেই ডেঙ্গুর মতো প্রাণনাশী বালা মসিবত বেড়ে যায়। এসময় তিনি আরো বলেন, ‘মশা নিধনে যদি সত্যিকারের কার্যকরী ওষুধ আনা হতো তাহলে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেত না। মানুষ বাঁচাতে সরকারের কোনো দায়দায়িত্ব নেই। তারা যেটি করছেন সেটি হলো লোক দেখানো মশা নিধনের নামে ক্যামেরা শুটিং।’ বিডিটুডেস/আরএ/০৯ আগস্ট, ২০১৯