বিডিটুডেস ডেস্ক: কোনওরকম হিংসাত্মক পদক্ষেপ বা জটিলতা এড়িয়ে চলুন। ৩৭০ ধারা বিলোপের পর ভারত এবং পাকিস্তানকে বিবৃতি দিয়ে এই বার্তা পাঠিয়েছে তালিবান জঙ্গিগোষ্ঠী। তালিবানি মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ ওই বিবৃতিতে বলেছেন, ‘দুদেশের হিংসাত্মক পদক্ষেপ যেন কাশ্মীরীদের অধিকার না কেড়ে নেয়। যুদ্ধ আর সংঘর্ষের তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি শান্তি রক্ষা করুন আর আঞ্চলিক সমস্যা মেটাতে আলোচনার পথ অবলম্বন করুন।’
এসপ্তাহের শুরুতে আফগানিস্তানে পাকিস্তানি রাষ্ট্রদূত জাহিদ নাসরুল্লাহ খান সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, এই ধরনেরই চুক্তি যখন কাবুলে হল তাতে আফগানরা আনন্দিত হয়েছিলেন। আর কাশ্মীরে রক্ত ঝরছে। তাঁর কথার প্রেক্ষিতে তালিবানি বিবৃতিতে বলা হয়েছে, জম্মু–কাশ্মীরের সমস্যাকে যেন আফগানিস্তানের সঙ্গে গুলিয়ে না ফেলা হয়। কারণ দুটো সম্পূর্ণ অন্য বিষয়। কাশ্মীরে নিরাপত্তাজনিত সমস্যা মেটাতে কোনও আন্তর্জাতিক সংগঠনকে হস্তক্ষেপের আবেদন করেছে তালিবানরা। বিডিটুডেস/আরএ/১০ আগস্ট, ২০১৯