মো: শাহনুর, ভৈরব: কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের নাটাল মোড় থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ পিকআপভ্যানের চালককে আটক করেছে পুলিশ। পিকআপ ভ্যানে অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডারের ভেতর ফেন্সিডিল ঢাকায় পাচারের জন্য নিয়ে যাচ্ছি।
পিকআপ ভ্যানটি থানায় নিয়ে গ্যাস সিলিন্ডার কেটে ১২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। পিকআপ ভ্যান চালক রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিজয়নগর উপজেলার কাদরাইল গ্রামের আঃ মমিনের ছেলে।
পুলিশ জানায়, পিকআপভ্যানে করে অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডারের ভিতর ফেনসিডিল বহন করে বিজয়নগর থেকে ঢাকায় মাদক পাচারকালে বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের নাটাল টোলপ্লাজা টহলকালে পিকআপ ভ্যানটি আটক করা হয়।
পরে গ্যাস সিলিন্ডারের ভিতর থেকে ১২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত চালকের বিরুদ্ধে এসআই মতিউজ্জামান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। বিডিটুডেস/এএনবি/ ২৬ নভেম্বর, ২০২০