এম. পলাশ শরীফ, বাগেরহাট: বাংলাদেশ মতুয়া মহাসংঘের নবনির্বাচিত মহাসচিব মতুয়াচার্য শ্রী সাগর সাধু ঠাকুর বলেছেন, মতুয়া ধর্ম সমগ্র জাতীর কল্যাণে মুক্তির পথ দেখায়। এ মতাদর্শন অসম্প্রদায়িকতার চেতনায় বিশ্বাসী। ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রী শ্রী পুন্যব্রক্ষ্ম হরিচাঁদ ঠাকুর দুইশত বছর আগে নিম্ন বর্ণের মানুষকে জাগ্রত করেছিলেন। তারই ধারাবাহিকতায় শ্রী শ্রী গুরুচাদ ঠাকুর শিক্ষা আন্দোলন, অপসাংস্কৃতিক দূরিকরণসহ চেতনায় ভাতৃত্ববন্ধন সৃষ্টি করেন।
সোমবার সন্ধ্যায় মোড়েলগঞ্জে লক্ষীখালীতে গোপালচাদ যুবসংঘ ও জিউধরা ইউনিয়নবাসীর আয়োজনে নবনিযুক্ত মহাসচিবকে অভিনন্দন ও সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীধাম লক্ষীখালীর বর্তমান গদিনশীন মতুয়া মহাসংঘের মহাসচিব মতুয়াচার্য শ্রী সাগর সাধু ঠাকুর।
বিশ্বজিৎ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতুয়াচার্য জেলা পরিষদ সদস্য অতিন্দ্রনাথ হালদার, আওয়ামী লীগ নেতা মো. মিজানুর রহমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা সুখরঞ্জন হালদারসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ ও মতুয়া ভক্তবৃন্দ।
প্রধান অতিথি এ সময় এ দেশে থাকা এক কোটির বেশী মতুয়া ধর্মের অনুসারীদের উপাসনালয় মন্দির ও তীথর্ স্থানগুলো সংস্কারের জন্য সরকারের প্রতি আহবান জানান। বিডিটুডেস/এএনবি/ ০২ ফেব্রুয়ারি, ২০২১