মো: আবুল কালাম জাকারিয়া, সুনামগঞ্জ (জামালগঞ্জ): সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের মানিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবারে পিইসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রইছ উদ্দিনের সভাপতিত্বে এসময় প্রধান শিক্ষক প্রতীভা রাণী তালুকদার এর পরিচালনায়, সহকারী শিক্ষিকা লায়লী বেগম, শিল্পী আক্তার, সাদিয়া খানম, জোৎস্না বেগম উপস্থিত ছিলেন। এছাড়া আব্দুস সামাদ আফিন্দী, রফিকুল ইসলাম রাফি, মারুফ ইউসুফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্কুল সূত্রে জানা যায় যে, এবছর সমাপনী পরীক্ষায় তিনজন ছেলে ও তিনজন মেয়ে অংশগ্রহণ করবে। প্রতিবারের মত এবারো ভালো ফলাফল আশা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এসময় বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় দোয়া পরিচালনা করেন মাওলানা আল আমিন জহুর। বিডিটুডেস/এএনবি/ ১৪ নভেম্বর, ২০১৯