বিডিটুডেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন জানেট ইলেন। মঙ্গলবার সিনেটে ৮৪ ভোটে তার মনোনয়ন নিশ্চিত হয়। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ফেডারেল রিজার্ভ অ্যান্ড হোয়াইট হাউস কাউন্সি অব ইকোনমিক অ্যাডভাইজারদের নেতৃত্ব দেওয়া প্রথম নারী ইলেন কুশলী প্রেসিডেন্ট জো বাইডেনের আর্থিক নীতির এবং মহামারি কোভিড-১৯ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের চলমান লড়াইয়ের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করবেন।
জেনেট ইলেন বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে যে, যুক্তরাষ্ট্রে কেউ আর ক্ষুধার্ত থাকবে না। তাদের টেবিলে খাবার থাকবে। তারা গৃহহীন হবে না।’ ইলেনের ভাষায়, ‘আমাদের এসব সমস্যাকে চিহ্নিত করতে হবে এবং আমি মনে করি, এসব সমস্যার ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন জানেট। প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে এক দশক বোর্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন, এর মধ্যে চার বছর ছিলেন ভাইস চেয়ার। সূত্র: ইত্তেফাক, বিডিটুডেস/এএনবি/ ২৬ জানুয়ারি, ২০২১