মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি): ১৯৯৮ সালে প্রধানমন্ত্রীর ঘোষণা ও ২০ ফেব্রুয়ারী ২০২০ মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি স্বাস্থ্য পরিদর্শক ১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রধান করা নিয়োগ বিধি সংশোধন সহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে সারাদেশের ন্যায় রামগড় উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করে।
তারই ধারাবাহিকতায় বাংলাদেশ হেলথ্ এ্যাস্টিস্ট্যান্ট এসোসিয়েশন,বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি, স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারি এসোসিয়েশন ও বাংলাদেশ হেলথ্ ইন্সপেক্টর সেক্টোরাল এসোসিয়েশনের বাস্তবায়নে খাগড়াছড়ি রামগড় উপজেলা শাখার আয়োজনে (২৬) নভেম্বর সকাল ১১ ঘটিকায় রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর সামনে স্বাস্থ্য সহকারী পরিদর্শক, স্বাস্থ্য কর্মচারী ও স্বাস্থ্য ইন্সপেক্টর বৃন্দ কর্মবিরতি পালন করেন।
এই সময়, রামগড় উপজেলা হেলথ্ এসোসিয়েশনের সভাপতি (স্বাস্থ্য সহকারী) প্রিয় রঞ্জন ত্রিপুরার সভাপতিত্বে কর্মবিরতিতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির জেলা শাখার সাধারণ সম্পাদক কিরণ কুমার ত্রিপুরা, রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বাস্থ্য পরিদর্শক উসাচাই মার্মা, সাংগঠনিক সম্পাদক স্বাস্থ্য সহকারী একরামুল হক প্রমূখ। বিডিটুডেস/এএনবি/ ২৬ নভেম্বর, ২০২০