নাহিদ হোসেন, লালপুর (নাটোর): নাটোরের লালপুর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে নারীর স্বাস্থ্য সুরক্ষা নিয়ে সচেতনতামূলক আলোচনা ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। আজ বুধবার (০২ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারভীন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন ঝুলফু, জেলা তাতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, লালপুর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক শাহানাজ পারভীন সহ সকল শিক্ষকবৃন্দ।
সভায় নারীর স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বিভিন্ন বিষয়ের দিক তুলে ধরার সাথে সাথে বাল্য বিবাহতে নিরুৎসাহিত করে বক্তব্য রাখেন বক্তরা। এবং বর্তমান পরিস্থিতিতে নারীর প্রতি সহিংসতা রোধে সরকারি জরুরী সেবা গ্রহণে উৎসাহিত করেন। বিডিটুডেস/এএনবি/ ০২ ডিসেম্বর, ২০২০