মাসুদ মোশাররফ, সিরাজগঞ্জ: সারাদেশে প্রথম ধাপে অনুষ্ঠিত ২৫ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। সিরাজগঞ্জের শাহজাদপুরে তীব্র শীতকে উপেক্ষা করে সকাল থেকেই শুরু হয়েছে ভোট। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করায় ভোটারদের মধ্যে দারুণ উদ্দীপনা শুরু হয়েছে। ভোটারদের উপস্থিতিও চোখে পরার মতো।
কে হবেন পৌরপিতা! তা নির্ধারণ করতেই শাহজাদপুর পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করছেন চারজন প্রার্থী। নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামীলীগের মনোনিত প্রার্থী মনির আক্তার খান তরু লোদী, ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন বিএনপি মনোনিত প্রার্থী মাহমুদুল হাসান স্বজল, হাত পাখা প্রতিক নিয়ে ইসলামী আন্দোলন থেকে মনোনিত ইমরান হোসেন এবং লাঙ্গল প্রতিক নিয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মোক্তার হোসেন।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম (ইলেকট্রনিক ভোটার মেশিন) এর মাধ্যমে বিরতিহীনভাবে ভোট গ্রহণ হবে। প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভাটিতে মোট ভোটার সংখ্যা ৫১ হাজার ৮৬। এর মধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ৩৭১ এবং মহিলা ভোটার ২৫ হাজার ৭১৫ জন। ২৫টি কেন্দ্রের ১৪৭টি ভোট কক্ষে অনুষ্ঠিত হবে ভোট। বিডিটুডেস/এএনবি/ ২৮ ডিসেম্বর, ২০২০