শাহ আলম শাহী, দিনাজপুর: প্রচণ্ড শীত আর শৈত্য প্রবাহে উত্তরাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নাকাল হয়ে পড়েছে প্রাণিকুলের অবস্থা। শীতে কাঁপছে উত্তরাঞ্চল। আজ বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে। ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা শতভাগ।
সাথে বিরাজ করছে মৃদু শৈত্য প্রবাহ। এছাড়াও পঞ্চগড় জেলার তেতুলিয়ায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও রংপুরে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও এর উপর দিয়ে বইছে মৃদু শৈত্য প্রবাহ।
হিমেল হাওয়া ও কন কনে শীতের তীব্রতায় খেটে খাওয়া মানুষগুলো চরম বিপাকে পড়েছে। তারা বের হতে পারছে না কাজে। শীতের তীব্রতায় বাড়ছে মানুষের রোগ-বালাই। কনকনে বাতাসে শিশু এবং বৃদ্ধরা পড়েছে চরম বিপাকে। দিনাজপুর জেনারেল হাসপাতাল দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল এবং অরবিন্দু শিশু হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বেডেছে।
খুব বেশি প্রয়োজন ছারা ঘর থেকে বের হচ্ছেনা কেউ। গরম কাপড়ের অভাবে অসহায়-দরিদ্র মানুষগুলোর জীবন কাটছে খুব কষ্টে। ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো দিনের বেলায় রাস্তায় চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। এতে সড়ক দুর্ঘটনা বেড়েছে। প্রতিনিয়ত ঘটছে হতাহতের ঘটনা।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জুর হোসেন জানান, আজ বৃহস্পতিবার দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়ার। বাতাসের আদ্রতা শতভাগ। বইছে মৃদু শৈত্য প্রবাহ। বিডিটুডেস/এএনবি/ ২৮ জানুয়ারি, ২০২১