আ: খালেক মন্ডল, গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলার বাদিনারপাড়া গ্রামে আজ বৃহস্পতিবার সকালে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আজির হোসেন (৬৫) নামে অবসর প্রাপ্ত এক পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বাদিনারপাড়া গ্রামের মৃত ইজ্জত উল্যার পুত্র অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আজির হোসেনের সাথে একই গ্রামের আব্দুস সাত্তার আকন্দের পুত্র মিঠু গংদের সাথে জমিজমা সংক্রান্ত মনোমালিন্য চলে আসছিল।
ঘটনার দিন গতকাল বৃহস্পতিবার সকালে মিঠু গংদের একটি আতাফলের গাছ নিহত আজির হোসেনের ঘরের উপরে হেলিয়ে পড়ে। উক্ত গাছটি কাটতে বলায় আজির হোসেনের সাথে মিঠু গংদের বাক বিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে মিঠু, রাব্বী সহ ১০/১২ জন সংঘবদ্ধ হয়ে আজির হোসেনের উপর হামলা চালায়। এতে আজির হোসেন মাটিতে লুটিয়ে পড়ে।
পরে তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য লাশটি গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ১৩ জনকে আসামী করে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিডিটুডেস/এএনবি/ ১৪ জানুয়ারি, ২০২১