English Version

সোলেইমানিকে বিশ্বের ১ নম্বর সন্ত্রাসী বলে অভিহিত করলেন ট্রাম্প

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

বিডিটুডেস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হত্যা করা হয়েছে ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে। এবার কাসেম সোলেইমানিকে বিশ্বের ১ নম্বর সন্ত্রাসী বলে অভিহিত করলেন ট্রাম্প। শুধু তাই নয় সোলেইমানিকে হত্যায় নিজের অবস্থানের পক্ষে সাফাই গেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়, গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এ দাবি করেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা সোলেইমানিকে হত্যা করেছি, সব দিক থেকেই তিনি বিশ্বের ১ নম্বর সন্ত্রাসী। বাজে লোকটি অনেক মার্কিনি, অনেক মানুষকে হত্যা করেছে। আমরা তাকে হত্যা করেছি। যখন ডেমোক্রেটরা তার সমর্থন নিতে যায়, এটা আমাদের দেশের জন্য লজ্জাজনক।’সোলেইমানিকে হত্যায় কিছুই যায় আসে না বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘তার (সোলেইমানির) ভয়ংকর অতীতের জন্য এতে (হত্যাকাণ্ডে) কিছুই যায় আসে না।’

 

গত ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। ইরানিরা এই হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে। এরই ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারি ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলায় ৮০ মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি তেহরানের। তবে যুক্তরাষ্ট্র এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, এ হামলায় তাদের কোনো সৈন্য নিহত হননি।

তার পরের দিন ৮ জানুয়ারি ১৭৬ আরোহী নিয়ে ইরানে বিধ্বস্ত হয় ইউক্রেনের একটি বিমান। ইরান প্রথমে একে নিছক দুর্ঘটনা হিসেবে দাবি করলেও পরে চাপের মুখে স্বীকার করে- তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রেই বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় ইরানে সরকার বিরোধী বিক্ষোভ চলছে, একসঙ্গে আন্তর্জাতিক চাপেও আছে দেশটি। সূত্র: আমাদের সময়, বিডিটুডেস/এএনবি/ ১৪ জানুয়ারি, ২০২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

nineteen + 8 =