পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
বিডিটুডেস ডেস্ক: রাজধানীর সোয়ারিঘাটের একটি পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে আগুন লাগার কথা জানা যায়। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট পৌনে এক ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কীভাবে এই আগুন লেগেছে কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। সূত্র: ঢাকা টাইমস, বিডিটুডেস/এএনবি/ ২৫ জুন, ২০২০