মো: মিজানুর রহমান, পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী পৌরসভার ৮নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম মন্টু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না……… রাজিউন)।
১৪-জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৬ টার সময় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ১ কন্যা ও ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, কাউন্সিলর মন্টুকে ঢাকা থেকে চিকিৎসা করিয়ে গত তিনদিন পূর্বে বাড়িতে আনা হয়েছিল। বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।ছারছীণা দরবার শরীফে যহুর নামাজ বাদ মরহুমের ১ম জানাজা এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে আসর নামাজ বাদ ২য় জানাজা শেষে মরহুমের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
কাউন্সিলর মন্টুর জানাযায় রাজনৈতিক নেত্রীবৃন্দ, সহকর্মী ও স্থানীয় জন সাধারণ অংশগ্রহণ করেন। তিনি আসন্ন স্বরূপকাঠী পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদে পাঞ্জাবী প্রতিক নিয়ে প্রার্থী ছিলেন। বিডিটুডেস/এএনবি/ ১৪ জানুয়ারি, ২০২১