বিডিটুডেস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারির আগেই ক্ষমতা থেকে সরে দাঁড়াতে পারেন বলে জোর গুঞ্জন চলছে। যুক্তরাষ্ট্রে এই গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে, ঘরে-বাইরের চাপের মুখে শেষ পর্যন্ত মেয়াদ শেষ হওয়ার আগেই ট্রাম্প প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নিতে পারেন। নিয়ম অনুযায়ী, ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন জো বাইডেন।
গত বুধবার কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকরা হামলা চালায়। এই হামলাকে কেন্দ্র করে এক সাবেক সেনা সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। এ নিয়ে দেশে-বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ঐদিনই খোদ মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য ২০ জানুয়ারির আগেই কিভাবে ট্রাম্পকে অভিশংসন করা যায় তা নিয়ে আলোচনা করেন। এরপর ডেমোক্র্যাটরা ভাইস প্রেসিডেন্টের কাছে চিঠি লিখে সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে দ্রুত অভিশংসনের দাবি জানান। সূত্র: ইত্তেফাক, বিডিটুডেস/এএনবি/ ০৯ জানুয়ারি, ২০২১